অধ্যায় ২৩
যে সকল ভ্রাতা ও ভগিনী আমার কণ্ঠস্বর শুনেছে তাদের প্রতি: তোমরা আমার কঠোর বিচারের কণ্ঠস্বর শুনেছ এবং তোমরা অপরিসীম কষ্ট সহ্য করেছ। যাই হোক, তোমাদের জানা উচিত আমার কঠোর কণ্ঠস্বরের নেপথ্যে আমার অভিপ্রায়গুলি প্রচ্ছন্ন রয়েছে! আমি তোমাদের অনুশাসন করি যাতে তোমাদের রক্ষা করা যায়। তোমাদের এটা জানা উচিত যে আমার প্রিয় পুত্রদের জন্য, আমি অবশ্যই তোমাদের অনুশাসিত করব এবং তোমাদের অপ্রয়োজনীয় অংশের কর্তন করব এবং শীঘ্রই তোমাদের সম্পূর্ণ করে তুলব। আমার হৃদয় এতই আকুল, কিন্তু তোমরা আমার হৃদয়কে উপলব্ধি করো না এবং আমার বাক্য অনুসারে কাজ করো না। আজ আমার বাক্য তোমাদের উপর নেমে এসেছে, তোমাদের প্রকৃত অর্থেই ঈশ্বরকে একজন প্রেমময় ঈশ্বর বলে শনাক্ত করতে শিখিয়েছে এবং তোমাদের সকলকে ঈশ্বরের আন্তরিক ভালোবাসার অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিয়েছে। তবে এমন অল্পকিছু মানুষও রয়েছে যারা ভান করছে। যখন তারা অন্য মানুষের দুঃখ দেখে, তখন তারা তাদের নকল করে এবং নিজেদের চোখও জলে ভরিয়ে তোলে। আরো কিছু লোক রয়েছে, যাদের বাহ্যিকভাবে দেখে ঈশ্বরের কাছে ঋণী বলে মনে হয়, এবং মনে হয় যে তারা অনুতপ্ত, কিন্তু মনের ভেতরে, তারা প্রকৃতপক্ষে ঈশ্বরকে উপলব্ধি করে না, তারা তাঁর সম্বন্ধে নিশ্চিতও নয়; বরং, তারা শুধু একটা ছদ্মরূপ পেশ করছে। আমি এই ধরনের মানুষদের সবচেয়ে ঘৃণা করি! আজ নয় কাল, এই মানুষদের আমার নগর থেকে সম্পর্কছিন্ন করা হবে। আমার অভিপ্রায় হল এই: যারা ঐকান্তিক ভাবে আমাকে চায় আমি তাদেরই চাই, এবং একমাত্র যারা আমাকে বিশুদ্ধ হৃদয়ে অনুসরণ করে তারাই আমাকে তৃপ্ত করতে পারে। এরাই হল সেই মানুষ যাদের আমি অবশ্যই আমার স্বহস্তে অবলম্বন দান করব, এবং আমি এটা সুনিশ্চিত করব যে তাদের যেন কোনো বিপর্যয়ের সম্মুখীন হতে না হয়। যে সকল মানুষ প্রকৃতই ঈশ্বরকে চায় তারা ঈশ্বরের হৃদয়ের প্রতি বিবেচনাশীল হতে এবং আমার ইচ্ছা সাধনে ইচ্ছুক থাকবে। তাই, তোমাদের শীঘ্রই বাস্তবিকতায় প্রবেশ করতে হবে এবং আমার বাক্যকে তোমাদের জীবন হিসাবে গ্রহণ করতে হবে—এটাই আমার সবচেয়ে বড় দায়ভার। যদি গির্জাগুলি এবং সন্তরা সকলে বাস্তবিকতার মধ্যে প্রবেশ করে এবং সকলে আমার সঙ্গে সরাসরি সহকারিতা করতে, আমার মুখোমুখি আসতে এবং সত্য ও ন্যায়পরায়ণতার অনুশীলন করতে সক্ষম হয়, একমাত্র তাহলেই তারা আমার প্রিয় পুত্র হয়ে উঠবে, যাদের পেয়ে আমি পরম তৃপ্ত। এই সকল মানুষের উপর আমি যাবতীয় মহান আশীর্বাদ বর্ষণ করব।