অধ্যায় ১৯

পবিত্র আত্মার কাজ যখন অগ্রসর হচ্ছে তখন ঈশ্বর পুনরায় আমাদের সামনে নতুন একটি উপায় নিয়ে এসেছেন যে উপায়ে পবিত্র আত্মা কাজ করে। এর ফলে, অবশ্যম্ভাবী ভাবে কিছু মানুষ আমাকে ভুল বুঝেছে এবং আমার কাছে অভিযোগ জানিয়েছে। কেউ কেউ আমার প্রতিরোধ ও বিরোধিতা করেছে, এবং আমাকে সূক্ষ্ম ভাবে বিশ্লেষণ করেছে। তবে আমি এখনও তোমাদের অনুতপ্ত হওয়ার এবং নিজেদের সংশোধন করার জন্য ক্ষমাশীল ভাবে অপেক্ষা করছি। পবিত্র আত্মার কার্য পদ্ধতির পরিবর্তন হ’ল এই যে ঈশ্বর নিজেই প্রকাশ্যে আবির্ভূত হয়েছেন। আমার বাক্য অপরিবর্তিতই থাকবে! যেহেতু আমি তোমাকেই উদ্ধার করেছি, তাই আমি তোমাকে অর্ধ রাস্তায় পরিত্যাগ করে যেতে চাই না। এটা শুধু এই যে তোমরা সন্দেহ পোষণ করো এবং খালি হাতে ফিরে যেতে চাও। তোমাদের মধ্যে কেউ কেউ অগ্রসর হওয়া বন্ধ করে দিয়েছে, আর অন্যরা শুধুমাত্র অপেক্ষা করছে এবং দেখছে। তবুও যখন অন্যরা নিষ্ক্রিয় ভাবে পরিস্থিতির মোকাবিলা করছে, তখনও কেউ কেউ শুধুমাত্র হাস্যকর অনুকরণ করছে। তোমরা সত্যিই নিজেদের হৃদয়কে কঠিন করে ফেলেছ! আমি তোমাকে যা কিছু বলেছি তা তুমি গ্রহণ করেছ বটে এবং তাকে এমন কিছুতে পরিণত করেছ যা নিয়ে তুমি গর্বিত, অথবা এমন কিছু যা নিয়ে তুমি অহঙ্কার করো। এই বিষয়ে আরও চিন্তা করো: এটা তোমার উপরে ঝরে পড়া করুণা ও বিচারের বাণী ব্যতীত আর কিছুই নয়। তোমাদের বিদ্রোহী দেখে পবিত্র আত্মা সরাসরি ভাবে কথা বলতে ও বিশ্লেষণ করতে যায়। তোমাদের ভীত হওয়া উচিত। হঠকারীর মতো কাজ করবে না অথবা তাড়াহুড়ো করবে না, এবং দাম্ভিক, অহংকারী অথবা একগুঁয়ে হবে না! আমার বাক্যগুলিকে বাস্তবে প্রয়োগ করার প্রতি তোমাদের আরও বেশি মনোযোগী হতে হবে, এবং তোমরা যেখানেই যাও না কেন সেগুলিকে নিজের জীবনে প্রয়োগ করতে হবে যাতে সেগুলি ভিতর থেকে তোমাদের সত্যিই রূপান্তরিত করতে পারে এবং যাতে তোমরা আমার স্বভাব পেতে পারো। শুধুমাত্র এই ধরনের ফলাফলই অকৃত্রিম।

গির্জা নির্মাণ করার জন্য তোমাকে অবশ্যই একটি নির্দিষ্ট মর্যাদার হতে হবে এবং সর্বান্তকরণে ও অবিরল ভাবে চেষ্টা করতে হবে। অধিকন্তু, একজন রূপান্তরিত ব্যক্তি হতে হলে তোমাকে অবশ্যই পবিত্র আত্মার দহন এবং শোধন গ্রহণ করতে হবে। শুধুমাত্র এই রকমের পরিস্থিতিতেই গির্জার নির্মাণ করা যাবে। পবিত্র আত্মার কার্য এখন তোমাদের গির্জার নির্মাণ কার্য আরম্ভ করতে উদ্বুদ্ধ করেছে। তুমি যদি অতীতের মতো একই রকমের বিভ্রান্ত ও অলস আচরণ করা অব্যাহত রাখ তাহলে তোমার জন্য কোনো আশা নেই। তুমি অবশ্যই নিজেকে সমস্ত সত্য দ্বারা সজ্জিত করবে, তোমার অবশ্যই আধ্যাত্মিক সূক্ষ্ম বিচক্ষণতা থাকতে হবে এবং তোমাকে অবশ্যই আমার প্রজ্ঞা অনুযায়ী নিখুঁত পথে চলতে হবে। গির্জা নির্মাণের জন্য তোমাকে অবশ্যই জীবনের চেতনার মধ্যে বাস করতে হবে, এবং শুধুমাত্র বাহ্যিক ভাবে অনুকরণ করলেই চলবে না। তোমার জীবনের বিকাশের প্রক্রিয়াটি সেই একই প্রক্রিয়া যার মধ্যে তুমি বেড়ে উঠেছ। তবে মনে রাখবে যে যারা দানের উপর নির্ভরশীল, অথবা যারা আধ্যাত্মিক বিষয়গুলি উপলব্ধি করতে পারে না, অথবা যাদের বাস্তব বোধের অভাব আছে তাদের গড়ে তোলা যাবে না, এবং যারা সর্বদা আমার নিকটে থাকতে এবং আমার সাথে যোগাযোগ করতে পারে না তাদেরও গড়ে তোলা যাবে না। যাদের মন ধারণায় আচ্ছন্ন থাকে, অথবা যারা জীবনযাপনের জন্য মতবাদসমূহের উপরে নির্ভরশীল তাদের গড়ে তোলা যাবে না, এবং যারা নিজেদের আবেগের দ্বারা চালিত হয় তাদেরও গড়ে তোলা যাবে না। ঈশ্বর তোমার সাথে যেরূপ আচরণই করুন না কেন, তোমাকে অবশ্যই তাঁর কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে; অন্যথায়, তোমাকে গড়ে তোলা যাবে না। যারা নিজেদের স্ব-গুরুত্ব, স্ব-ন্যায়পরায়ণতা, অহংকার ও তৃপ্তিতে নিমগ্ন হয়ে আছে, এবং যাদের শ্রেষ্ঠত্বের মনোভাব থাকে এবং নিজেদের জাহির করা পছন্দ করে তাদের গড়ে তোলা যাবে না। যারা অন্যদের সাথে সমন্বয়ের মাধ্যমে সেবা করতে পারে না তাদের গড়ে তোলা যাবে না, এবং এটি সেই রকমের মানুষদের ক্ষেত্রেও সত্য যাদের আধ্যাত্মিক সূক্ষ্ম বিচক্ষণতা বোধ নেই এবং যারা তাদের নেতাদের অন্ধভাবে অনুসরণ করে। ঠিক একইভাবে, যারা আমার উদ্দেশ্যগুলি উপলব্ধিকরতে ব্যর্থ হয়, এবং যারা পুরানো শৈলীতে জীবন যাপন করে তাদের গড়ে তোলা যাবে না, অথবা যারা নতুন আলোকে অতি মন্থর ভাবে অনুসরণ করে এবং যাদের ভিত্তির প্রতি কোনো দৃষ্টি নেই তাদের গড়ে তোলা যাবে না।

বিলম্ব না করে অবশ্যই গির্জাটির নির্মাণ করতে হবে; এটি আমার জন্য একটি গভীর উদ্বেগের বিষয়। শুরু করার জন্য তোমাকে ইতিবাচক বিষয়ে মনোনিবেশ করতে হবে, এবং তোমার সমস্ত শক্তির সাথে নিজেকে উৎসর্গ করে নির্মাণের স্রোতে যোগ দিতে হবে। অন্যথায়, তুমি প্রত্যাখ্যাত হবে। যা পরিত্যাগ করার যোগ্য তা তোমাকে অবশ্যই সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে, এবং যা ভোজন ও পান করার যোগ্য তা অবশ্যই উপযুক্ত ভাবে ভোজন ও পান করতে হবে। তোমাকে আমার বাক্যের বাস্তবতা নিজের জীবনে প্রয়োগকরতে হবে, এবং অন্তঃসারশূন্য ও অপ্রয়োজনীয় বিষয়গুলিতে মনোযোগ দেওয়া বন্ধ করতে হবে। নিজেকে এই বিষয়ে জিজ্ঞাসা করো: তুমি আমার বাক্যের কতটুকু গ্রহণ করেছ? তুমি নিজের জীবনে এটি কতটুকু মানো? তুমি অবশ্যই পরিষ্কার ভাবে চিন্তাভাবনা করবে, এবং কোনো হঠকারী কার্য করা থেকে বিরত থাকবে; অন্যথায়, এই ধরনের আচরণ তোমাকে জীবনে বিকশিত হতে সাহায্য করবে না, বরং আসলে তোমার বিকাশের ক্ষতিই করবে। তোমাকে অবশ্যই সত্যকে বুঝতে হবে, এর বাস্তবায়ন কীভাবে সম্ভব তা জানতে হবে, এবং আমার বাক্যকে সত্যিই তোমার জীবন হয়ে উঠতে দিতে হবে। এটিই হ’ল বিষয়টির মূল কথা!

গির্জাটির নির্মাণের কাজ এখন যেহেতু একটি গুরুত্বপূর্ণ সময়ে পৌঁছেছে, শয়তান পরিকল্পনা তৈরি করছে এবং এটি ধ্বংস করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তোমাদের অসাবধান হওয়া চলবে না, সতর্কতার সাথে অগ্রসর হও এবং আধ্যাত্মিক সূক্ষ্ম বিচক্ষণতার প্রয়োগ করো। এই প্রকারের সূক্ষ্ম বিচক্ষণতা না থাকলে, তুমি বহু ক্ষতির সম্মুখীন হবে। এটি তুচ্ছ কোনো বিষয় নয়; তুমি এটিকে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা হিসাবে বিবেচনা করবে। শয়তানও মিথ্যা অবয়ব ধারণ করতে এবং জাল বিস্তার করতে সক্ষম, তবে এই বস্তুসমূহের অন্তর্নিহিত গুণ ভিন্ন। মানুষ অত্যন্ত নির্বুদ্ধি ও অসাবধান, এবং পার্থক্য ধরতে পারে না। এর থেকে আরও বোঝা যায় যে তারা সর্বদা পরিষ্কার ভাবে চিন্তাভাবনা করতে পারে না এবং প্রশান্তি বজায় রাখতে পারে না। কোথাওই তোমাদের হৃদয় খুঁজে পাওয়া যায় না। সেবা, এক দিকে হ’ল একটি সম্মান, আবার অন্যদিকে এটি একটি ক্ষতিও হতে পারে। এর থেকে আশীর্বাদ অথবা দুর্ভাগ্য দুইই লাভ হতে পারে। আমার উপস্থিতিতে শান্ত থাক এবং আমার বাক্য অনুসারে ও আধ্যাত্মিক ভাবে জীবনযাপন করো, এতে তুমি সত্যিই সতর্কতা বজায় রাখবে এবং সূক্ষ্ম বিচক্ষণতার অভ্যাস রাখবে। যখন শয়তান আসবে, তখন তুমি অনতিবিলম্বে এর থেকে রক্ষা পেতে সক্ষম হবে এবং তার আগমন অনুভব করতে পারবে; তুমি তোমার আত্মার মধ্যে প্রকৃত অস্বস্তি অনুভব করবে। প্রবণতা পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে শয়তানের বর্তমান কার্যও পরিবর্তিত হয়। মানুষ যখন বিভ্রান্ত ভাবে আচরণ করে এবং সতর্কতার অভাব দেখায়, তখন তারা বন্দী অবস্থায় থাকবে। তোমাকে সর্বদা অবশ্যই সজাগ থাকতে হবে, এবং তোমার চোখ খোলা রাখতে হবে। নিজের লাভ ও ক্ষতি নিয়ে তর্ক-বিতর্ক করবে না, অথবা তোমার নিজের সুবিধার জন্য হিসাব কষবে না; তার পরিবর্তে, আমার ইচ্ছা যাতে পূরণ করা হয় তা দেখবে।

বস্তুগুলি দেখতে একই রকমের লাগতে পারে, কিন্তু সেগুলির গুণমানের পার্থক্য থাকতে পারে। এই কারণে তোমাকে ব্যক্তিদের এবং তার পাশাপাশি আত্মাকেও চিনতে হবে। তোমাকে সূক্ষ্ম বিচারশক্তির প্রয়োগ করতে হবে এবং আধ্যাত্মিক ভাবে স্থির-মস্তিষ্ক থাকতে হবে। যখন শয়তানের বিষ প্রকট হবে, তখন তোমাকে অবশ্যই তা অবিলম্বে চিনতে সক্ষম হতে হবে; এটা ঈশ্বরের বিচারের আলো থেকে নিষ্কৃতি পাবে না। তোমার আত্মার মধ্যে পবিত্র আত্মার কণ্ঠস্বর আরও নিঁখুত ভাবে শোনার জন্য তোমাকে অবশ্যই আরও মনোযোগ দিতে হবে; অন্ধভাবে অন্যদের অনুসরণ করবে না অথবা যা সত্য তাকে মিথ্যা বলে বিবেচনা করবে না। যে কেউই নেতৃত্ব দিলেই তাকে অনুসরণ করবে না, তাহলে তোমার প্রভূত ক্ষতি হবে। এই সমস্ত কিছু থেকে তোমাদের কী রকমের অনুভূতি হয়? এর পরিণাম তোমরা অনুভব করেছ কি? তুমি অবশ্যই এলোমেলো ভাবে সেবাতে হস্তক্ষেপ করবে না, অথবা এতে তোমার নিজস্ব মতামত প্রবেশ করাবে না, অন্যথায় আমি তোমাকে আঘাত করবো। আরও খারাপ হবে যদি তুমি আত্মসমর্পণ করতে অস্বীকার করো এবং তোমার যা ইচ্ছা তাই বলা ও করা অব্যাহত রাখ, তাহলে আমি তোমাকে পরিত্যাগ করবো! গির্জার আর কোনো মানুষকে একসঙ্গে পরিত্যাগ করার প্রয়োজন নেই; এটি শুধুমাত্র তাদেরই চায় যারা আন্তরিক ভাবে ঈশ্বরকে ভালবাসে এবং বস্তুত আমার বাক্য অনুসারে জীবনযাপন করে। তোমার নিজের আসল পরিস্থিতি সম্পর্কে তোমাকে অবশ্যই সচেতন থাকতে হবে। গরীবরা যখন নিজেদের ধনী বলে বিবেচনা করে তখন সেটা আত্মপ্রতারণা নয় কি? গির্জা নির্মাণ করার জন্য তুমি অবশ্যই আত্মাকে অনুসরণ করবে; অন্ধভাবে অগ্রসর হবে না। বরং, নিজের অবস্থানে থাকো, এবং তোমার নিজের কার্যগুলি সম্পন্ন করো। তুমি অবশ্যই তোমার ভূমিকার বাইরে যাবে না; তুমি যে কার্য করতে পারো তা করার জন্য তোমাকে সর্বাত্মক চেষ্টা করতে হবে, এবং তখনই আমার হৃদয় সন্তুষ্ট হবে। এমন নয় যে তোমাদের সবাইকে একই কার্য করতে হবে। বরং, তোমরা প্রত্যেকেই তোমাদের নিজ নিজ ভূমিকা অবশ্যই পালন করবে, এবং গির্জাতে অন্যদের সাথে সমন্বয়ের মাধ্যমে তোমাদের সেবা নিবেদন করবে। তোমাদের সেবার অন্য কোনো দিকে বিচ্যুত হওয়া উচিত নয়।

পূর্ববর্তী: অধ্যায় ১৮

পরবর্তী: অধ্যায় ২০

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

সেটিংস

  • লেখা
  • থিমগুলি

ঘন রং

থিমগুলি

ফন্টগুলি

ফন্ট সাইজ

লাইনের মধ্যে ব্যবধান

লাইনের মধ্যে ব্যবধান

পৃষ্ঠার প্রস্থ

বিষয়বস্তু

অনুসন্ধান করুন

  • এই লেখাটি অনুসন্ধান করুন
  • এই বইটি অনুসন্ধান করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন