অধ্যায় ৬৫

আমার বাক্যসমূহ সবসময় তোমাদের দুর্বলতাগুলিকে আঘাত করে, অর্থাৎ, সেগুলি তোমাদের মারাত্মক দুর্বলতাগুলি কি, তা দেখায়; অন্যথায়, এখনো তোমরা গড়িমসি করবে, ঠিক এই মুহূর্তে সময়টা কী, সে বিষয়ে তোমাদের কোনো ধারণাই থাকবে না। এমনটা জেনে রাখো! আমি তোমাদের উদ্ধার করতে ভালোবাসার পথ ব্যবহার করি। তোমরা যেভাবেই কাজ করো না কেন, আমি অবশ্যই যে বিষয়গুলি অনুমোদন করেছি তা সম্পূর্ণ করবো, এবং কোনও রকমের কোনও ভুলই করবো না। আমি ধার্মিক সর্বশক্তিমান ঈশ্বর, আমি কি কোনো ভুল করতে পারি? এমনটা কি মানুষের কল্পিত ধারণা নয়? আমাকে বলো: আমি যাকিছু করি এবং বলি, তা কি তোমাদের উদ্দেশ্যেই নয়? কিছু লোক বিনীতভাবে বলবে, “হে ঈশ্বর! আপনি যা কিছু করেন তা সকলই আমাদের জন্য, কিন্তু আমরা জানি না কীভাবে আপনার সাথে সংযোগ বজায় রেখে কাজ করতে হয়।” এমনই অজ্ঞতা! এমনকি তুমি এতদূর পর্যন্ত যাও যে, তুমি আমার সাথে কীভাবে সহযোগিতা করতে হয় তাও জানো না! এগুলো সবই লজ্জাজনক মিথ্যা! তোমরা এই ধরনের কথা বলেছো, তা ধরে নিলেও কেন প্রকৃতপক্ষে তোমরা বারংবার দৈহিকতার প্রতি বিবেচনা দেখাচ্ছো? তোমার কথাগুলো ভালো শোনাচ্ছে, কিন্তু তুমি সহজ ও আনন্দদায়কভাবে কাজ করছো না। তোমাদের অবশ্যই এটি বুঝতে হবে: আমি আজ তোমাদের থেকে অনেক কিছু চাই না, বা আমার প্রয়োজনীয়তাগুলিও তোমাদের উপলব্ধির বাইরে নয়; বরং, সেগুলি মানুষের দ্বারা অর্জনযোগ্য। আমি তোমাদের বিন্দুমাত্রও অতিমূল্যায়ন করি না। আমি কি মানুষের সামর্থ্যের পরিধি সম্পর্কে সচেতন নই? আমার সে বিষয়ে সম্যক ধারণা রয়েছে।

আমার বাক্য তোমাদের ক্রমাগত আলোকিত করে, তবুও তোমাদের হৃদয় খুবই কঠিন, এবং তোমরা তোমাদের আত্মার মধ্যে আমার ইচ্ছা উপলব্ধি করতে অক্ষম! আমায় বলো: আমি তোমাদেরকে কতবার মনে করিয়ে দিয়েছি যে তোমরা খাবার, পোশাক, অথবা নিজের চেহারার দিকে মনোনিবেশ করবে না, এবং পরিবর্তে তোমরা অভ্যন্তরীণ জীবনের দিকে মনোনিবেশ করবে? তোমরা কিছুতেই শুনবে না। আমি বলে বলে ক্লান্ত হয়ে পড়েছি। তোমরা কি এতটাই অসাড় হয়ে পড়েছ? তোমরা কি একেবারেই নির্বোধ? এটা কি হতে পারে যে আমার বাক্যগুলি বৃথাই বলা হয়েছে? আমি কি ভুল কিছু বলেছি? আমার সন্তানরা! আমার আন্তরিক অভিপ্রায়ের প্রতি বিবেচনাশীল হও! একবার তোমাদের জীবন পরিণত হয়ে গেলে, আর দুশ্চিন্তা করার দরকার হবে না, এবং সবকিছুই দেওয়া হবে। এখনই সেসব বিষয়ে লক্ষ্য করার কোনো মূল্য নেই। আমার রাজত্ব পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়িত হয়েছে, এবং তা প্রকাশ্যে পৃথিবীতে অবতরণ করেছে; এর থেকে আরও বেশি করে বোঝা যায় যে আমার বিচার সম্পূর্ণরূপে উপস্থিত হয়েছে। তোমরা কি তা উপলব্ধি করেছো? আমি তোমাদের বিচার করতে অপছন্দ করি, কিন্তু তোমরা আমার হৃদয়ের প্রতি বিন্দুমাত্র বিবেচনাশীল হও না। আমার ইচ্ছা হল এই, যে, তোমরা ক্রমাগত নির্দয় বিচারের পরিবর্তে আমার ভালবাসার যত্ন এবং সুরক্ষা পাবে। এমন কি হতে পারে, যে তোমরা চাইছ যে তোমাদের বিচার হোক? যদি তা না হয়, তবে কেন বারবার আমার নিকটবর্তী হও না, আমার সাহচর্য লাভ করো না, আমার সঙ্গে সম্মিলিত হও না? তোমরা আমার সাথে এত শীতল আচরণ করো, তবুও শয়তান যখন তোমাদের কোনো ধারণা দেয়, তখন তুমি আনন্দিত হও এই ভেবে যে, সেগুলো তোমাদের নিজের ইচ্ছার সাথে মিলে যাচ্ছে—তবুও তোমরা আমার জন্য কিছুই করো না। তোমরা কি সবসময় আমার সাথে অত্যন্ত নিষ্ঠুর আচরণ করে যেতে চাও?

এমন নয় যে আমি তোমাকে দিতে চাই না, কিন্তু তোমরা তার মূল্য পরিশোধে ইচ্ছুক নও। এমনতর ভাবে, তোমরা খালি হাতে রয়েছো, একেবারে কোনোকিছু না ধরেই। তোমরা কি দেখতে পাও না যে পবিত্র আত্মার কাজ কত দ্রুত এগিয়ে চলেছে? তোমরা কি দেখতে পাও না যে আমার হৃদয় দুশ্চিন্তায় জ্বলছে? আমি তোমাদের আমার সাথে সহযোগিতা করতে বলি, কিন্তু তোমরা অনিচ্ছুক থাকো। একের পর এক সমস্ত রকমের বিপর্যয় ঘটবে; সকল রাষ্ট্র এবং স্থান বিপর্যয়ের সম্মুখীন হবে: মহামারী, দুর্ভিক্ষ, বন্যা, খরা এবং ভূমিকম্প সর্বত্র ঘটে চলেছে। এসব বিপর্যয় শুধু দু-এক জায়গায় ঘটছে না, দু-একদিনের মধ্যে শেষও হবে না; বরং, পরিবর্তে সেগুলি এক বৃহত্তর অঞ্চল জুড়ে প্রসারিত হতে থাকবে এবং ক্রমান্বয়ে গুরুতর হয়ে উঠবে। এই সময়ে, একের পর এক সমস্ত ধরণের কীটপতঙ্গজাত মহামারী দেখা দেবে এবং সর্বত্র স্বজাতিভক্ষণের ঘটনা ঘটবে। এটাই হল সকল দেশ ও জাতির প্রতি আমার বিচার। আমার সন্তানরা! তোমরা দুর্যোগের যন্ত্রণা বা কষ্ট ভোগ করবেই না। আমার ইচ্ছা হল এই, যে, তোমরা অচিরেই পরিণত হবে, এবং যথাশীঘ্র সম্ভব আমার কাঁধে যে দায়ভার রয়েছে, তা তুলে নেবে। কেন তোমরা আমার ইচ্ছা বোঝো না? আগামীদিনের কাজগুলো ক্রমান্বয়ে কঠিনতর হয়ে উঠতে থাকবে। তোমরা কি এতই কঠোর মনের যে আমার হাত ভর্তি থাকা অবস্থায় আমাকে ছেড়ে দিচ্ছো, যাতে আমাকে নিজে নিজেই এত কঠোর পরিশ্রম করে যেতে হচ্ছে? আমি আরও সহজভাবে বলব: যাদের জীবন পরিণত হয়েছে তারা আমার শরণে আসবে, এবং যন্ত্রণা অথবা ক্লেশ ভোগ করবে না; যাদের জীবন পরিণত হয় নি তাদের কষ্ট ও ক্ষতি ভোগ করতে হবে। আমার বাক্য পর্যাপ্তভাবে পরিষ্কার, তাই নয় কি?

আমার নাম অবশ্যই সকল দিশায় এবং সকল স্থানে প্রসারিত হবে, যাতে সবাই আমার পবিত্র নাম জানতে পারে এবং আমায় জানতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, সিঙ্গাপুর, সোভিয়েত ইউনিয়ন, ম্যাকাও, হংকং এবং অন্যান্য দেশের সর্বস্তরের মানুষ অবিলম্বে একসাথে চীনে ভিড় করবে, প্রকৃত পথের সন্ধান করবে। আমার নাম ইতিমধ্যেই তাদের কাছে প্রমাণিত হয়েছে; যা অবশিষ্ট আছে তা হল যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের পরিণত হওয়া, যাতে তোমরা তাদের লালন করতে পারো এবং নেতৃত্ব দিতে পারো। এই কারণেই আমি বলি যে আরও কাজ রয়ে গিয়েছে যা করতে হবে। দুর্যোগের পরবর্তীকালে আমার নাম ব্যাপকভাবে প্রচারিত হবে, এবং তোমরা সতর্ক না হলে, তোমরা তোমাদের প্রাপ্য অংশ হারাবে। তুমি কি ভীত নও? আমার নাম সমস্ত ধর্ম, সমস্ত স্তর, সমস্ত জাতি এবং সমস্ত সম্প্রদায়ের কাছে প্রসারিত। এ হল আমার কার্যের সুসুশৃঙ্খলভাবে এবং সুসংবদ্ধ উপায়ে সম্পাদিত হওয়া; এই সকলই আমার প্রাজ্ঞ আয়োজনের দ্বারা সাধিত হচ্ছে। আমি শুধু চাই যে তোমরা আমার পদাঙ্ক নিবিড়ভাবে অনুসরণ করে প্রতিটি পদক্ষেপে এগিয়ে যেতে সক্ষম হও।

পূর্ববর্তী: অধ্যায় ৬৪

পরবর্তী: অধ্যায় ৬৬

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

সেটিংস

  • লেখা
  • থিমগুলি

ঘন রং

থিমগুলি

ফন্টগুলি

ফন্ট সাইজ

লাইনের মধ্যে ব্যবধান

লাইনের মধ্যে ব্যবধান

পৃষ্ঠার প্রস্থ

বিষয়বস্তু

অনুসন্ধান করুন

  • এই লেখাটি অনুসন্ধান করুন
  • এই বইটি অনুসন্ধান করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন