ঈশ্বরের প্রতিদিনের বাক্য: ঈশ্বরের কাজ সম্বন্ধে জানা | উদ্ধৃতি 217

সমস্ত মানুষদের এই পৃথিবীতে আমার কাজের লক্ষ্যগুলি বুঝতে হবে, অর্থাৎ, আমি পরিশেষে কী অর্জন করতে চাই এবং আমার কাজ সম্পূর্ণ করার আগে আমাকে আবশ্যিকভাবে কোন স্তর পর্যন্ত পৌঁছতে হবে। যদি বর্তমানকাল পর্যন্ত আমার সাথে চলার পরেও মানুষ না বোঝে যে আমার কাজ আসলে কী সম্পর্কিত, তাহলে আমার সাথে তাদের এতটা পথ চলা কি নিষ্ফল নয়? যদি মানুষ আমাকে অনুসরণ করে, তাহলে আমার ইচ্ছা সম্পর্কেও তাদের জানা উচিত। আমি হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে কাজ করে চলেছি এবং আজও আমি আমার কর্মধারা এইভাবে অব্যাহত রেখেছি। আমার অনেক কর্মসূচী থাকলেও, এর লক্ষ্য অপরিবর্তনীয়; আমি মানুষের প্রতি বিচার এবং শাস্তির মনোভাবাপন্ন হলেও আমি যা করি তা তাদের সম্পূর্ণ করে তোলার পরে তাদের উদ্ধার করার জন্য, এবং আমার সুসমাচার আরও ভালোভাবে ছড়িয়ে দেওয়া ও আমার কাজ সকল অইহুদি দেশে বিস্তৃত করার জন্যই। তাই বর্তমানে এমন এক সময়ে মানুষ যখন দীর্ঘদিন ধরেই হতাশায় নিমজ্জিত, আমি কিন্তু এখনও আমার কাজ চালিয়ে যাচ্ছি, মানুষের বিচার এবং শাস্তি প্রদানের অবশ্য করণীয় কাজ আমি এখনও করে চলেছি। মানুষ আমার কথায় পরিশ্রান্ত এবং আমার কাজের প্রতি তার মনোযোগ দেওয়ার ইচ্ছা নেই, এসব জানা সত্ত্বেও আমি এখনও আমার দায়িত্ব পালন করে চলেছি, কারণ আমার কাজের উদ্দেশ্য অপরিবর্তনীয় এবং আমার আসল পরিকল্পনা ভঙ্গ হবে না। আমার বিচারের কার্যকারিতা হল মানুষকে আমার কথা আরও ভালোভাবে মান্য করতে সক্ষম করা, এবং আমার শাস্তির কার্যকারিতা হল মানুষের আরও কার্যকরভাবে পরিবর্তন। আমি আমার ব্যবস্থাপনার উদ্দেশ্যে সমস্ত কাজ করলেও, মানুষের পক্ষে উপকারী নয় এমন কিছু কখনো করি নি, কারণ আমি ইসরায়েলের বাইরে থাকা সমস্ত দেশগুলিকে ইসরায়েলবাসীদের মতো আজ্ঞাকারী করতে চাই, কারণ আমি তাদের সবাইকে প্রকৃত মানুষ করতে চাই, যাতে ইসরায়েলের বাইরে আমার অবস্থান দৃঢ়ভাবে স্থাপন করতে পারি। এটাই আমার ব্যবস্থাপনা; এই কাজই আমি অইহুদি সমস্ত দেশে সম্পন্ন করছি। এখনও অবধি অনেক মানুষ আমার ব্যবস্থাপনা সম্পর্কে অজ্ঞ, কারণ তাদের এই সমস্ত বিষয়ে কোনও আগ্রহই নেই, তারা কেবল নিজেদের ভবিষ্যৎ এবং গন্তব্যের বিষয়ে চিন্তা করে। আমি কী বলছি তা নির্বিশেষে তারা আমার কাজের প্রতি নিস্পৃহ থেকে যায়, পরিবর্তে কেবলমাত্র আগামীর গন্তব্যের প্রতি মনোযোগ দেয়। যদি সমস্ত কিছু এভাবেই চলতে থাকে, তাহলে আমার কাজ কীভাবে প্রসারিত হবে? আমার সুসমাচার কীভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে? জেনে রেখো, আমার কাজ যখন ছড়িয়ে পড়বে, তোমাদের আমি ছিন্নভিন্ন করে দেবো, আঘাত করব, ঠিক যেমন যিহোবা ইসরায়েলের প্রতিটি উপজাতিকে আক্রমণ করেছিলেন। আর এই কাজটি সংঘটিত হবে যাতে আমার সুসমাচার সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, যাতে আমার কাজ অইহুদি দেশে বিস্তার লাভ করে, যাতে আমার নাম শিশু ও প্রাপ্তবয়স্কদের মুখে একইভাবে প্রশংসিত হয় এবং আমার পবিত্র নাম সমস্ত দেশ এবং জাতির মুখে মুখে মহিমান্বিত হয়। এটা করা হয় যাতে এই অন্তিম যুগে আমার নাম অইহুদি দেশে প্রশংসিত হতে পারে, যাতে আমার কাজ অইহুদিরা দেখতে পায়, যাতে তারা আমার কাজ দেখে আমাকে সর্বশক্তিমান ঈশ্বর বলে সম্বোধন করে, এবং যাতে আমার বাক্য শীঘ্রই পূরণ হয়। আমি সকল মানুষকে জানাবো যে আমি কেবল ইসরায়েলবাসীদেরই ঈশ্বর নই, বরং সমস্ত অইহুদি দেশেরও ঈশ্বর, এমনকি যাদের আমি অভিশাপ দিয়েছি তাদেরও। আমি সমস্ত মানুষকে দেখাবো যে আমিই সমস্ত সৃষ্টির ঈশ্বর। এটাই আমার সর্বশ্রেষ্ঠ কাজ, অন্তিম সময়ের কর্ম পরিকল্পনার উদ্দেশ্য, এবং অন্তিম সময়ে পূরণীয় একমাত্র কাজ।

—বাক্য, খণ্ড ১, ঈশ্বরের আবির্ভাব ও তাঁর কার্য, সুসমাচার ছড়িয়ে দেওয়ার কাজটি মানুষকে মুক্ত করারও কাজ

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

সম্পর্কিত তথ্য

ঈশ্বরের প্রতিদিনের বাক্য: মানবজাতির দুর্নীতি উদ্ঘাটিত করা | উদ্ধৃতি 361

মানুষের প্রকৃতি আমার সারসত্য থেকে সম্পূর্ণ ভিন্ন; কারণ মানুষের কলুষিত প্রকৃতি উদ্ভূত হয়েছে সম্পূর্ণরূপে শয়তান থেকে; মানুষের প্রকৃতি শয়তান...

ঈশ্বরের প্রতিদিনের বাক্য: কর্মের তিনটি পর্যায় | উদ্ধৃতি 28

রাজ্যের যুগে, নিজের কর্ম পদ্ধতির পরিবর্তন আনতে এবং তা দিয়ে সমগ্র যুগের কাজ সুষ্ঠুভাবে করার জন্য তিনি নতুন যুগের সূচনায় তাঁর বাক্য ছড়িয়ে...

ঈশ্বরের প্রতিদিনের বাক্য: অবতার জন্ম | উদ্ধৃতি 110

যিনি ঈশ্বরের অবতার তিনি ঈশ্বরের সারসত্যের অধিকারী হবেন, এবং যিনি ঈশ্বরের অবতার তিনি ঈশ্বরের অভিব্যক্তির অধিকারী হবেন। যেহেতু ঈশ্বর দেহরূপ...

ঈশ্বরের প্রতিদিনের বাক্য: জীবনে প্রবেশ | উদ্ধৃতি 402

জীবনের সাধনা তাড়াহুড়ো করে পাওয়ার মতো জিনিস নয়; জীবনের বিকাশ মাত্র দুই এক দিনে ঘটে না। ঈশ্বরের কাজ স্বাভাবিক এবং ব্যবহারিক এবং এতে একটি...

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন