ঈশ্বরের প্রতিদিনের বাক্য: জীবনে প্রবেশ | উদ্ধৃতি 463

প্রতিটি যুগে ঈশ্বর তাঁর স্বভাবের কথা যেভাবে ব্যক্ত করেছেন তা বাস্তবসম্মত ভাষায় এমনভাবে বোঝাতে পারো, যা সেই যুগের তাৎপর্য যথাযথভাবে প্রকাশ করতে পারবে? অন্তিম সময়ে ঈশ্বরের কাজের অভিজ্ঞতা থেকে তুমি কি তাঁর ধার্মিক স্বভাবের কথা বিস্তারিত ভাবে বর্ণনা করতে পারো? তুমি কি সহজবোধ্য এবং নির্ভুলভাবে ঈশ্বরের স্বভাব বর্ণনা করতে পারবে? তোমার দেখা, তোমার অভিজ্ঞতা কিভাবে তুমি ছড়িয়ে দেবে সেইসব দীন, দরিদ্র, ধর্মপ্রাণ মানুষদের মধ্যে যারা ন্যায়পরায়ণতার জন্য ক্ষুধার্ত-তৃষ্ণার্ত হয়ে আছে আর অপেক্ষা করছে তুমি তাদের পথ দেখাবে বলে? কোন ধরনের মানুষ তোমার পথ দেখানোর অপেক্ষায় আছে? কল্পনা করতে পারো তুমি? তোমার কাঁধের বোঝা, তোমার কাজের ভার, তোমার দায়িত্ব সম্পর্কে কি তুমি সচেতন? তোমার ঐতিহাসিক ব্রত সম্পর্কে তোমার চেতনা কোথায়? পরবর্তী যুগে কীভাবে তুমি মালিকের দায়িত্ব পর্যাপ্তভাবে পালন করবে? মালিকের দায়িত্ব সম্পর্কে তোমার কি দৃঢ় ধারণা আছে? সকল বিষয়ের মালিককে কীভাবে ব্যাখ্যা করবে তুমি? এ কি সত্যিই জগতের সকল প্রাণী এবং বস্তুর মালিক? কাজের পরবর্তী পর্যায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী পরিকল্পনা আছে তোমার? কতজন মানুষ তোমাকে তাদের পালক রূপে পাওয়ার জন্য অপেক্ষা করছে? তোমার কাজের ভার কি বেশি? ওরা গরিব, অভাগা, অন্ধ, বিভ্রান্ত, আর্তনাদ করছে অন্ধকারে—পথ কোথায়? কী আকুল আকাঙ্ক্ষা নিয়ে তারা অপেক্ষা করছে সেই আলোর জন্য যা উল্কার মতো সহসা নেমে এসে দূর করে দেবে অন্ধকারের শক্তিকে যা এত বছর ধরে মানুষের ওপর অত্যাচার করে এসেছে! কে জানতে পারবে কতটা উদ্বেগ নিয়ে তারা এর আশায় বসে আছে, কিভাবে তারা আকুল হয়ে দিনরাত এর জন্য অপেক্ষা করছে? এমনকি যেদিন সেই আলো চকিতে ছুটে যায়, সেদিনও মুক্তির আশা হারানো গভীর যন্ত্রণাক্লিষ্ট এই মানুষগুলো বন্দি হয়ে থাকে অন্ধকার কারাকুঠুরিতে। কখন চোখের জল আর ফেলতে হবে না তাদের? এই দুর্বল আত্মাদের দুর্ভাগ্য অবর্ণনীয়। এরা বিশ্রাম পায়নি কোনও দিন, সুদীর্ঘকাল যাবৎ ক্ষমাহীন বন্ধন এবং জমাট হয়ে থাকা ইতিহাস তাদের রেখেছে আবদ্ধ করে। কে শুনেছে তাদের আর্তনাদের শব্দ? কে ভেবেছে তাদের দুর্দশার কথা? কখনও কি তোমার মনে হয়েছে ঈশ্বরের হৃদয় কতটা দুঃখিত, কতটা উদ্বিগ্ন? যে নিষ্পাপ মানবজাতিকে তিনি নিজের হাতে সৃষ্টি করেছেন তাদের এত দুঃখভোগ তিনি কিভাবে সহ্য করবেন? আসলে মানুষ হল বিষ-প্রয়োগের শিকার। এবং মানুষ যদিও আজও টিকে আছে, কে জানত যে অশুভ শক্তি অনেক আগেই মানুষের ওপর বিষ প্রয়োগ করেছে? তুমি কি ভুলে গেছ যে তুমিও সেই শিকারদের মধ্যে একজন? ঈশ্বরকে তুমি ভালোবাসো। তাই যারা আজও টিকে আছে তাদের রক্ষা করার জন্য তুমি কি লড়াই করতে চাও না? যে ঈশ্বর মানুষকে ভালোবাসেন আপন রক্ত-মাংসের মতো, তাঁর ঋণ শোধ করার জন্য তুমি কি চাও না তোমার সমস্ত শক্তি নিয়োগ করতে? সর্বোপরি, তোমার অসাধারণ জীবন যাপনের জন্য ঈশ্বর তোমাকে কাজে লাগাচ্ছেন, এই ব্যাপারটা তুমি কীভাবে ব্যাখ্যা করবে? একজন ধর্মনিষ্ঠ, ঈশ্বর-সেবক মানুষের অর্থপূর্ণ জীবন যাপনের জন্য উপযুক্ত দৃঢ়তা আর আত্মবিশ্বাস কি সত্যিই আছে তোমার?

—বাক্য, খণ্ড ১, ঈশ্বরের আবির্ভাব ও তাঁর কার্য, কীভাবে তুমি তোমার ভবিষ্যৎ জীবনের ব্রত পালন করবে?

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

সম্পর্কিত তথ্য

ঈশ্বরের প্রতিদিনের বাক্য: মানবজাতির দুর্নীতি উদ্ঘাটিত করা | উদ্ধৃতি 362

শয়তান দ্বারা কলুষিত সমস্ত আত্মাই শয়তানের অধিকার ক্ষেত্রের নিয়ন্ত্রণে রয়েছে। শুধুমাত্র যাদের খ্রীষ্টের উপরে বিশ্বাস রয়েছে তাদের শয়তানের...

ঈশ্বরের প্রতিদিনের বাক্য: ঈশ্বরের কাজ সম্বন্ধে জানা | উদ্ধৃতি 189

কয়েক হাজার বছরের ঈশ্বরের পরিকল্পনার মধ্যে দুইটি কাজ তিনি অবতাররূপে সম্পন্ন করেছেন: প্রথমটি হলো ক্রুশবিদ্ধ হওয়ার কার্য, যার জন্য তিনি মহিমা...

ঈশ্বরের প্রতিদিনের বাক্য: জীবনে প্রবেশ | উদ্ধৃতি 393

সকল মানুষের মাঝে বিদ্যমান সাধারণ সমস্যা হলো যে তারা সত্য উপলব্ধি করতে পারে কিন্তু তা পালনে ব্যর্থ হয়। এর কারণ হল, একদিকে তারা মূল্য দিতে...

ঈশ্বরের প্রতিদিনের বাক্য: কর্মের তিনটি পর্যায় | উদ্ধৃতি 24

যিহোবার কাজের পরে, যীশু মানুষের মধ্যে তাঁর কাজ করার জন্য দেহরূপে আবির্ভূত হয়েছিলেন। তাঁর কাজ বিচ্ছিন্নভাবে সম্পন্ন হয়নি, বরং তা যিহোবার...

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন