ঈশ্বরের প্রতিদিনের বাক্য: ঈশ্বরের কাজ সম্বন্ধে জানা | উদ্ধৃতি 218

আমি হাজার হাজার বছর ধরে যে কাজ পরিচালনা করে আসছি তা এই অন্তিম সময়েই সম্পূর্ণভাবে মানুষের সামনে প্রকাশিত হয়েছে। শুধুমাত্র এখনই আমি আমার ব্যবস্থাপনার সম্পূর্ণ রহস্য মানুষের কাছে উন্মোচন করেছি, আর মানুষ আমার কাজের উদ্দেশ্য বুঝেছে, উপরন্তু তারা আমার সমস্ত রহস্যও বুঝতে পেরেছে। মানুষ যে গন্তব্যের বিষয়ে এত চিন্তিত তার সমস্ত বিষয়টি আমি ইতিমধ্যেই তাদেরকে বলে দিয়েছি। আমি ইতিমধ্যেই মানুষের সামনে আমার সমস্ত রহস্য উন্মোচন করেছি, সেই রহস্য যা ৫৯০০ বছর ধরে লুক্কায়িত ছিল। যিহোবা কে? কে মশীহ? কে যীশু? তোমাদের এগুলো জানা উচিত। আমার কাজ এই নামগুলিকে ঘিরেই আবর্তিত হয়। তোমরা কি তা বুঝেছো? আমার পবিত্র নাম কীভাবে প্রচারিত হওয়া উচিত? যে সমস্ত জাতি আমাকে আমার যেকোনো একটি নামে ডাকে, তাদের মধ্যে আমার নাম কীভাবে ছড়িয়ে দেওয়া উচিত? আমার কাজ বিস্তৃত হচ্ছে এবং আমি তা সম্পূর্ণভাবে যেকোনো এবং সমস্ত দেশের মধ্যে ছড়িয়ে দেবো। যেহেতু আমার কাজ তোমাদের মধ্যে সঞ্চালিত হয়েছে, তাই আমি তোমাদের আঘাত করব, ঠিক যেমন যিহোবা ইসরায়েলে দাউদের পরিবারের মেষপালকদের আঘাত করেছিলেন, যাতে তোমরা প্রতিটি দেশে ছড়িয়ে পড়তে পারো। কারণ অন্তিম সময়ে, আমি সমস্ত দেশ গুঁড়িয়ে চুরমার করে দেব এবং সেই স্থানের লোকেদের নতুন করে ভাগ করে দেব। আমি যখন ফিরে আসবো, তার আগেই এই দেশগুলি আমার জ্বলন্ত শিখা দ্বারা নির্ধারিত সীমা বরাবর বিভক্ত হয়ে যাবে। সেই সময়ে, আমি নিজেকে মানবজাতির সামনে জ্বলন্ত সূর্যের মতো নতুন করে উদ্ভাসিত করব, তাদের কখনো না দেখা পরমেশ্বরের প্রতিমূর্তির মতো নিজেকে তাদের সামনে প্রকাশ করব, বহু দেশের মধ্যে দিয়ে পথ পরিক্রমা করবো, যেমন আমি, যিহোবা, একসময় ইহুদি উপজাতিগুলির মধ্যে দিয়ে পরিক্রমা করেছিলাম। তারপর থেকে, আমি মানবজাতিকে পৃথিবীতে তাদের জীবনে নেতৃত্ব দেব। সেখানে তারা অবশ্যই আমার মহিমা প্রত্যক্ষ করবে, এবং তারা অবশ্যই তাদের জীবনে নেতৃত্বদায়ী মেঘের স্তম্ভ আকাশে দেখবে, কারণ আমি পবিত্র স্থানগুলিতে আমার আবির্ভাব ঘটাবো। মানুষ আমার ন্যায়পরায়ণতার দিন এবং আমার মহিমান্বিত প্রকাশ দেখতে পাবে। যখন আমি সমস্ত পৃথিবীতে রাজত্ব করব, এবং আমার বহু পুত্রকে গৌরবের পথে নিয়ে আসবো, তখন এটা ঘটবে। পৃথিবীর সর্বত্র মানুষ মাথা নত করবে, এবং আমার উপাসনাস্থল মানবজাতির মধ্যে আমার বর্তমানের কৃত কাজের প্রস্তরের ওপর দৃঢ়ভাবে সুউচ্চ হয়ে দাঁড়াবে। মানুষ আমাকে মন্দিরেও সেবা করবে। নোংরা এবং ঘৃণ্য জিনিস দ্বারা আবৃত বেদি আমি টুকরো টুকরো করে ভেঙে নতুন ভাবে নির্মাণ করব। নবজাত মেষশাবক এবং বাছুর পবিত্র বেদীর উপর স্তূপ করে রাখা হবে। আমি বর্তমানের মন্দির গুঁড়িয়ে নতুন করে নির্মাণ করব। বর্তমানে যে মন্দির ঘৃণ্য লোকে পরিপূর্ণ হয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে, তা ভেঙে পড়বে, এবং আমার নির্মিত মন্দির আমার অনুগত সেবক দ্বারা পূর্ণ হবে। তারা আবার উঠে দাঁড়াবে এবং আমার মন্দিরের গৌরবের জন্য আমার সেবা করবে। যেদিন আমি মহান গৌরব অর্জন করব তোমরা অবশ্যই সেই দিনটি দেখতে পাবে, এবং অবশ্যই সেই দিনটিও দেখতে পাবে যেদিন আমি মন্দিরটি ভেঙে এক নতুন নির্মাণ করব। তোমরা মানুষের মাঝে আমার উপাসনাস্থলটির আগমনও অবশ্যই দেখতে পাবে। মন্দির ভেঙে ফেলার সাথে সাথে আমি আমার শিবিরকে মানুষের মাঝে নিয়ে আসবো, যাতে তারা আমার অবতরণ প্রত্যক্ষ করতে পারে। আমি সমস্ত দেশ গুঁড়িয়ে দেওয়ার পরে নতুনভাবে সেগুলিকে একত্রিত করব, তারপর আমার মন্দির তৈরি করব এবং বেদি স্থাপন করব, যাতে সবাই আমার উদ্দেশ্যে উৎসর্গ নিবেদন করতে পারে, আমার মন্দিরে আমার সেবা করতে পারে, এবং অইহুদি দেশে বিশ্বস্ত ভাবে আমার কাজে নিয়োজিত হতে পারে। তারা বর্তমান দিনের ইসরায়েলীদের মতো হবে, যাজকসুলভ পোশাক এবং মুকুটে সজ্জিত, তাদের মধ্যে আমার, অর্থাৎ যিহোবার মহিমা থাকবে, আমার মহিমা তাদের আচ্ছাদিত করে রাখবে এবং তাদের সঙ্গে অবস্থান করবে। অইহুদি দেশগুলির মধ্যেও আমার কাজও একইভাবে সম্পন্ন হবে। ইসরায়েলে আমার কাজ যেমন ছিল, অইহুদি দেশগুলির মধ্যেও আমার কাজ একই থাকবে, কারণ আমি ইসরায়েলে আমার কাজ প্রসারিত করব এবং অইহুদি দেশগুলিতে ছড়িয়ে দেব।

—বাক্য, খণ্ড ১, ঈশ্বরের আবির্ভাব ও তাঁর কার্য, সুসমাচার ছড়িয়ে দেওয়ার কাজটি মানুষকে মুক্ত করারও কাজ

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

সম্পর্কিত তথ্য

ঈশ্বরের প্রতিদিনের বাক্য: জীবনে প্রবেশ | উদ্ধৃতি 390

যদিও অনেক মানুষ ঈশ্বরে বিশ্বাস করে, কিন্তু খুব কম মানুষই জানে ঈশ্বরে বিশ্বাসের অর্থ কী এবং ঈশ্বরের ইচ্ছা পূরণের জন্য তাদের কোন কাজটি অবশ্যই...

ঈশ্বরের প্রতিদিনের বাক্য: মানবজাতির দুর্নীতি উদ্ঘাটিত করা | উদ্ধৃতি 359

যে আচরণ আমাকে মান্য করতে পারে না তা সম্পূর্ণভাবে বিশ্বাসঘাতকতা। যে আচরণ আমার প্রতি অনুগত হতে পারে না তা বিশ্বাসঘাতকতা। আমাকে ঠকানো এবং...

ঈশ্বরের প্রতিদিনের বাক্য: মানবজাতির দুর্নীতি উদ্ঘাটিত করা | উদ্ধৃতি 304

সমস্ত মানুষই যীশুর প্রকৃত মুখাবয়ব দেখতে চায় এবং তাঁর সঙ্গলাভের ইচ্ছা করে। আমার মনে হয় না কোনো ভ্রাতা বা ভগিনী বলবে যে তারা যীশুকে দেখতে চায়...

ঈশ্বরের প্রতিদিনের বাক্য: কর্মের তিনটি পর্যায় | উদ্ধৃতি 24

যিহোবার কাজের পরে, যীশু মানুষের মধ্যে তাঁর কাজ করার জন্য দেহরূপে আবির্ভূত হয়েছিলেন। তাঁর কাজ বিচ্ছিন্নভাবে সম্পন্ন হয়নি, বরং তা যিহোবার...

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন