Bengali Sermon Series | ঈশ্বরের বিচার কি পরিশোধন ও পরিত্রাণের জন্য না ভৎর্সনা ও ধ্বংসের জন্য?

10-12-2022

সারা বিশ্ব জুড়ে বিপর্যয় ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে, প্রভুতে বিশ্বাসীরা শ্বাস রোধ করে মেঘারোহণে প্রভু যীশুর আসার এবং তাঁর সঙ্গে সাক্ষাৎ ও বিপর্যয় থেকে মুক্তির উদ্দেশ্যে আকাশে নিয়ে যাওয়ার অপেক্ষা করছে। যা হোক, তারা এখনো প্রভু যীশুকে মেঘারূঢ় হয়ে নেমে আসতে দেখেনি, তার বদলে, পূর্বের বজ্রালোক ক্রমাগত সাক্ষ্য বহন করছে যে তিনি প্রত্যাবর্তন করেছেন সর্বশক্তিমান ঈশ্বরের অবতাররূপে, মানুষকে পরিশুদ্ধ ও রক্ষা ক রার জন্য অন্তিম দিনের বিচারের জন্য সত্য প্রকাশ করছেন। অনেক মানুষের কাছেই এ চরম বিস্ময়কর। তারা ভাবে, “প্রভুর প্রথমেই বিশ্বাসীদের আকাশে নিয়ে যাওয়ার কথা। আমাদের সর্বাগ্রে বিপর্যয় থেকে বাঁচানো গুরুত্বপূর্ণ। কেন ঈশ্বর অন্তিম সময়ের বিচারের কাজ করতে সত্য প্রকাশ করবেন? আ দের সবার পাপ ক্ষমা করা হয়েছে এবং ঈশ্বরের দ্বারা ন্যায়পরায়ণ বলে বিবেচিত হয়েছি, তাহলে ঈশ্বরের বিচারের প্রয়োজন কী?” বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে অন্তিম সময়ে ঈশ্বরের বিচার অবিশ্বাসীদের ল ক্ষ করে নেমে আসবে, বিচার হল ভৎর্সনা ও ধ্বংস, এবং আমাদের মধ্যে যাদের পাপ ক্ষমা করা হয়েছে তাদের বিচার করার প্রয়োজন নেই। তাহলে ঈশ্বরের বিচার মানবজাতির পরিশোধন ও পরিত্রাণের জন্য নাকি তা ভৎর্সনা ও ধ্বংসের জন্য? প্রকৃত বিশ্বাসের সন্ধানের এই পর্বটি আপনাকে সত্যের অনুসন্ধান এবং ঈশ্বরের আবির্ভাব ও কাজকে জানার বিষয়ে দিকনির্দেশ দেবে।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।👇

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন